সূফী সম্রাট হুজুর কেব্লাজানের প্রস্তাবে রাষ্ট্রীয়ভাবে কাবা ঘর ও রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ বর্জনে সচেতনতা সৃষ্টিকরণ
সকল সংস্কার
ধর্মীয় সংস্কার

সূফী সম্রাট হুজুর কেব্লাজানের প্রস্তাবে রাষ্ট্রীয়ভাবে কাবা ঘর ও রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ বর্জনে সচেতনতা সৃষ্টিকরণ

বিধর্মীরা মুসলমানদের দু'টি পবিত্র স্থান মক্কা ও মদীনা শরীফ অবমাননা করার অসৎ উদ্দেশ্যে চান্ত করে, কাবা ও হযরত রাসুল (সাঃ)-এর রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ তৈরি করে। এ দু'স্থানের ছবি পায়ের নিচে রেখে নামাজ পড়া চরম বেয়াদবি। সূফী সম্রাট এরকম জায়নামাজ ব্যবহার অনুচিত প্রসঙ্গে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন।

পবিত্র স্থানের সম্মানজায়নামাজ সচেতনতাবেয়াদবি প্রতিরোধজাতীয় পর্যায়ে প্রচার

বিধর্মীরা মুসলমানদের দু'টি পবিত্র স্থান মক্কা ও মদীনা শরীফ অবমাননা করার অসৎ উদ্দেশ্যে চান্ত করে, কাবা ও হযরত রাসুল (সাঃ)-এর রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ তৈরি করে।

আর ধর্মপ্রাণ মুসলমানগণ সরল বিশ্বাসে এরূপ জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন।

এ দু'স্থানের ছবি পায়ের নিচে রেখে নামাজ পড়া চরম বেয়াদবি; সেহেতু সূফী সম্রাট এরকম জায়নামাজ ব্যবহার অনুচিত প্রসঙ্গে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করলে, ধর্মপ্রাণ মুসলমানগণ তাঁর সাথে একমত পোষণ করেন।

পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে এ ধরনের জায়নামাজে নামাজ আদায় না করার পরামর্শ দেয়া হয়।

এর ফলে মুসলমানগণ পবিত্র স্থানসমূহের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নামাজ আদায় করার সুযোগ পান।

এই সংস্কার শেয়ার করুন