
বিধর্মীরা মুসলমানদের দু'টি পবিত্র স্থান মক্কা ও মদীনা শরীফ অবমাননা করার অসৎ উদ্দেশ্যে চান্ত করে, কাবা ও হযরত রাসুল (সাঃ)-এর রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ তৈরি করে। এ দু'স্থানের ছবি পায়ের নিচে রেখে নামাজ পড়া চরম বেয়াদবি। সূফী সম্রাট এরকম জায়নামাজ ব্যবহার অনুচিত প্রসঙ্গে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন।
বিধর্মীরা মুসলমানদের দু'টি পবিত্র স্থান মক্কা ও মদীনা শরীফ অবমাননা করার অসৎ উদ্দেশ্যে চান্ত করে, কাবা ও হযরত রাসুল (সাঃ)-এর রওজা শরীফের ছবি সংবলিত জায়নামাজ তৈরি করে।
আর ধর্মপ্রাণ মুসলমানগণ সরল বিশ্বাসে এরূপ জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন।
এ দু'স্থানের ছবি পায়ের নিচে রেখে নামাজ পড়া চরম বেয়াদবি; সেহেতু সূফী সম্রাট এরকম জায়নামাজ ব্যবহার অনুচিত প্রসঙ্গে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করলে, ধর্মপ্রাণ মুসলমানগণ তাঁর সাথে একমত পোষণ করেন।
পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে এ ধরনের জায়নামাজে নামাজ আদায় না করার পরামর্শ দেয়া হয়।
এর ফলে মুসলমানগণ পবিত্র স্থানসমূহের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নামাজ আদায় করার সুযোগ পান।