সূফী সম্রাট হুজুর কেব্লাজানের প্রস্তাবে আশুরা আল্লাহ্ অভিষেকের দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে গৃহীত
সকল সংস্কার
ধর্মীয় সংস্কার

সূফী সম্রাট হুজুর কেব্লাজানের প্রস্তাবে আশুরা আল্লাহ্ অভিষেকের দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে গৃহীত

পূর্বে আমাদের ধারণা ছিলো পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। সূফী সম্রাট কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন-পবিত্র আশুরা দিবসে আল্লাহ্ তায়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তাঁর অভিষেক উদ্যাপন উপলক্ষে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়।

আল্লাহ্র অভিষেক দিবস২০০০ নবীর জন্মঅলৌকিক ঘটনাবলীসরকারি স্বীকৃতি

পূর্বে আমাদের ধারণা ছিলো পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। সূফী সম্রাট কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন-পবিত্র আশুরা দিবসে আল্লাহ্ তায়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তাঁর অভিষেক উদ্যাপন উপলক্ষে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়।

ফলশ্রুতিতে, এদিন পৃথিবীতে দু'হাজার নবী ও রাসুলের শুভ জন্মসহ বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে।

উপরন্তু অসংখ্য নবী ও রাসুল আশুরার বরকতে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেছেন।

সূফী সম্রাটের উপস্থাপিত আশুরা দিবসের তাৎপর্য উপলব্ধি করে পরবর্তীতে দিনটি সরকারিভাবে বিশেষ গুরুত্বসহকারে পালন করা হচ্ছে।

এই সংস্কার শেয়ার করুন