
১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর শুভজন্মদিন হওয়া সত্ত্বেও, বাংলাদেশে দিনটি ফাতেহায়ে দোয়াজ-দাহম ও সীরাতুন্নবী (সাঃ) হিসেবে পালিত হতো। সূফী সম্রাট এ দিনকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ ঘোষণা করেন এবং পরবর্তীতে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ)-এর সরকারি ছুটি ঘোষণা করা হয়।
১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর শুভজন্মদিন এবং ১লা রবিউল আউয়াল তাঁর ওফাত দিবস হওয়া সত্ত্বেও, বাংলাদেশে ১২ই রবিউল আউয়াল দিনটি ফাতেহায়ে দোয়াজ-দাহম ও সীরাতুন্নবী (সাঃ) হিসেবে সরকারিভাবে পালিত হতো।
যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেব্লাজান রাহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ (সাঃ)-এর অশেষ বরকতময় শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর গুরুত্ব তুলে ধরে একে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ ঘোষণা করেন।
পরবর্তীতে ১২ই রবিউল আউয়াল ফাতেহায়ে দোয়াজ-দাহম ও সীরাতুন্নবী (সাঃ)-এর পরিবর্তে, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ)-এর সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং দিনটি পালনে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়ে থাকে।