
পূর্বে আমাদের ধারণা ছিলো পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। সূফী সম্রাট কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন-পবিত্র আশুরা দিবসে আল্লাহ্ তায়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তাঁর অভিষেক উদ্যাপন উপলক্ষে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়।
পূর্বে আমাদের ধারণা ছিলো পবিত্র আশুরা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। সূফী সম্রাট কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন-পবিত্র আশুরা দিবসে আল্লাহ্ তায়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তাঁর অভিষেক উদ্যাপন উপলক্ষে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়।
ফলশ্রুতিতে, এদিন পৃথিবীতে দু'হাজার নবী ও রাসুলের শুভ জন্মসহ বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে।
উপরন্তু অসংখ্য নবী ও রাসুল আশুরার বরকতে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেছেন।
সূফী সম্রাটের উপস্থাপিত আশুরা দিবসের তাৎপর্য উপলব্ধি করে পরবর্তীতে দিনটি সরকারিভাবে বিশেষ গুরুত্বসহকারে পালন করা হচ্ছে।